শোক দিবসে সংবর্ধনা
শোক দিবসে রাজবাড়ীর বালিয়াকান্দিতে দেশসেরা প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
জানা গেছে, বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সারাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়। সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া বিভিন্নস্থানে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
কিন্তু শোক দিবসের আয়োজন না করে উল্টো বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শত শত শিক্ষকের উপস্থিতিতে আয়োজন করা হয় দেশ সেরা প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান।
বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম শিক্ষা পদক-২০১৯ দেশের সেরা শিক্ষক নির্বাচিত হন বলেও জানা গেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল হকসহ বিভিন্ন স্কুলের শিক্ষক।
এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আ. গফফার বলেন, বালিয়াকান্দি উপজেলা শিক্ষক পরিবার থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। আয়োজনের জন্য শিক্ষকদের কাছে ৩০০ টাকা করে নেয়া হয়েছে। তবে শোকের দিনে এমন আয়োজন ঠিক হয়নি স্বীকার করে তিনি বলেন, আগেই দিন নির্ধারণ ছিল বিধায় সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, শোক দিবসের নির্দেশনা পালন করা হয়েছে। এছাড়া পূর্ব নির্বাধিত হওয়ায় অনুষ্ঠানটি করা হয়েছে। তবে কোনো উৎসব বা গান বাজনা হয়নি।
রুবেলুর রহমান/এএইচ/এমকেএইচ