মাস্ক না পরায় ৪০ জন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৮ নভেম্বর ২০২০

নাটোরে মুখে মাস্ক ব্যবহার না করায় ৪০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নাটোর শহরের মসজিদ মার্কেট এলাকায় করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত অভিযানকালে তাদের আটক করা হয়।

ঘণ্টাখেনেক পর আটকদের মুখে মাস্ক পরিয়ে ভবিষ্যতে মাস্ত ছাড়া চলবেন না বলে অঙ্গিকার করিয়ে ছেড়ে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এ সময় পুলিশের পক্ষ থেকে করোনা সচেতনতামূলক প্রচারণা এবং মাইকিং করা হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, শাস্তি কোনো কার্যকর ব্যবস্থা নয়। সচেতনতার মাধ্যমেই করোনা মোকাবিলা করা সম্ভব। পুলিশ কাজ করে যাচ্ছে। প্রথম ওয়েভের মতো দ্বিতীয় ওয়েবে আমরা করোনা মোকাবিলায় সক্ষম হব।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের ও নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলমসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।