কুপ্রস্তাব মাকে জানিয়ে অপহরণের শিকার মাদরাসাছাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৮ নভেম্বর ২০২০

রাজবাড়ীতে অপহরণের ছয়দিন পর নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে (১৬) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হান খান নামের এক আসামিকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

গত ১২ নভেম্বর বাসা থেকে মাদরাসার উদ্দেশে বের হওয়ার পর অপহরণের শিকার হয় ওই ছাত্রী। এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজবাড়ী সদর থানায় ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার রায়হান খান উপজেলার কল্যাণপুরের মৃত মিজানুর রহমানের ছেলে।

ওই ছাত্রীর মা জানান, মাদরাসায় যাওয়া-আসার পথে তার মেয়েকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শাহ আলম বেপারীর ছেলে মো. সোহান বেপারী (৩২) প্রেমসহ কুপ্রস্তাব দিতেন। বিষয়টি মেয়ে তাকে অবহিত করে। পরে তারা তা সোহানের পরিবারকে জানান। এতে সোহান ক্ষিপ্ত হয়। গত ১২ নভেম্বর তার মেয়ে পরীক্ষার খাতা আনতে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হয়। উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া পৌঁছালে সোহানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার মেয়েকে মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপহরণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৩ নম্বর আসামি রায়হান খানকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সোহানের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

রুবেলুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।