খুলে দেয়া হলো উত্তরা গণভবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৩ নভেম্বর ২০২০

আজ সোমবার (২৩ নভেম্বর) থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে নাটোর উত্তরা গণভবন। নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য গণভবন উন্মুক্ত করে দেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বিসহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলার প্রধান সৌন্দর্যমণ্ডিত এই স্থাপনাটি খুলে দেয়ায় এখন থেকে দর্শনার্থীরা গণভবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অপরদিকে সরকার পাবে রাজস্ব আয়।

jagonews24

করোনা সংক্রমণের কারণে গত ১৯ মার্চ থেকে নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবনে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এখন থেকে টিকিটের বিনিময়ে আগের নিয়মেই দর্শনার্থীরা গণভবন পরিদর্শন করতে পারবেন।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। তবে সকল দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি ও ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

রেজাউল করিম রেজা/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।