যশোরে স্পেশাল অলিম্পিক বাছাই অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৮ নভেম্বর ২০২০

যশোরে স্পেশাল অলিম্পিক বাছাই অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ঝিকরগাছার বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক মো. হুসাইন শওকত।

jagonews24

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. খালিদ জাহাঙ্গীর, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য সংস্থার ফিজিওথেরাপি কনসালট্যান্ট বাপ্পী কবিশেখর প্রমুখ।

জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য সংস্থা আয়োজিত বাছাই প্রতিযোগিতায় যশোরের প্রায় তিনশ’ প্রতিবন্ধী ও অটিজম শিশু অংশ নেন। সাতটি ইভেন্টে খেলোয়াড় বাছাই করা হয়।

jagonews24

ক্রিকেট, ফুটবল, হকি, বৌচি, দৌড়, সাঁতার, ভলিবল ইভেন্টে বাছাইকৃত শিশুদের নিয়ে ঢাকায় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তিন মাসের ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে তাদের স্পেশাল অলিম্পিকে পাঠানো হবে।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।