২ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় নারীকে মেরে ফেলল ছিনতাইকারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৯ নভেম্বর ২০২০

নাটোরের সিংড়া উপজেলায় বিকাশকর্মীকে মারধর করে দুই লাখ টাকা ছিনিয়ে পালানোর সময় অটোভ্যানে ধাক্কা দিয়ে এক নারীকে মেরে ফেলেছে ছিনতাইকারীরা।

ছিনতাইকারীদের মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী নিহত হন। রোববার দুপুরে উপজেলার চামারি ইউনিয়নের সোনার হাজির মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর ছিনতাইকারী রানাকে (২৫) আটক করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, ছোট কালিকাপুর গ্রামের মৃত লোকমানের ছেলে মুকুল (৩৭) ও তার সহযোগীদের নেতৃত্বে বিকাশকর্মীর দুই লাখ টাকা, দুটি মোবাইল ছিনিয়ে পালানোর সময় অটোভ্যানে ধাক্কা দেয়। এতে ওই নারী নিহত হন। এ সময় মুকুল ও তার সহযোগী পালিয়ে গেলেও রানাকে আটক করে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানা পুলিশের ওসি নুর-এ আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একজনকে আটক করা হয়েছে।

রেজাউল করিম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।