২৮ স্বর্ণবারসহ স্বামী-স্ত্রী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১০:০৭ এএম, ০১ ডিসেম্বর ২০২০

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্ত এলাকা থেকে ২৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত অঞ্চলের প্রধানজিরি গ্রাম থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। যার ওজন প্রায় ১৪ ভরি।

আটকরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রধানজিরি গ্রামের মো. ফারুক এবং তার স্ত্রী মরিয়ম বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি বিল্লাল হোসেন সিকদার জানান, মিয়ানমার সীমান্ত পেরিয়ে বিপুল স্বর্ণ পাচারের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে এ খবর পেয়ে সীমান্তবর্তী একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।