চুনারুঘাটে খাল থেকে কিশোরের লাশ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে খাল থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার শানখলা ইউনিয়নের শানখলা ইউপির লালচান্দঁ গ্রামে খালে ভাসমান অবস্থায় সোহাগ মিয়ার (১৩) লাশ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানালে তারা লাশটি উদ্ধার করে। নিহত কিশোর সোহাগ মিয়া ওই গ্রামের হিরণ মিয়াঁর ছেলে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) চম্পক দাশ জানান, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

কামরুজ্জামান আল রিয়াদ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।