ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ
হবিগঞ্জের মাধবপুরে শাহজীবাজার রেল স্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইলচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে শাহজীবাজার রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেনটির ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রনে আগুন লেগে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শাহজীবাজার স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস