মেয়ের বাড়িতে গিয়ে লাশ হলেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে সবজান বিবি (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে তিনি হত্যার শিকার হয়েছেন বলে জানা গেছে।

রোববার বিকেলে এ ঘটনা ঘটলেও এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সবজান বিবি উপজেলা সদরের জাতুকর্ণ পাড়ার নিজের বাড়ি থেকে রোববার সকাল ১০টায় কালিদাশটেক গ্রামে তার মেয়ে ছফিনা বেগমের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

বিকেলে তার জামাই লুৎফুর রহমানের সঙ্গে একই গ্রামের আবু তাহের ও তার পাঁচ ভাইয়ের ঝগড়া হয়। এ সময় সবজান বিবি বাড়ির উঠানে ছিলেন। তখন আবু তাহের ওই নারীর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রাত সাড়ে ১২টায় সেখানে তার মৃত্যু হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মো. এমরান হোসেন জানান, শিশুদের ঝগড়া নিয়ে গ্রামের দুই পরিবারের মধ্যে সংর্ঘষ হয়। সংর্ঘষ চলাকালে বেড়াতে যাওয়া সবজান বিবির মাথায় আঘাত লাগলে তিনি মারা যান।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখনও মামলা দায়ের করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।