এ দিনে হানাদার মুক্ত হয় সাতক্ষীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৭ ডিসেম্বর ২০২০

জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭ ডিসেম্বর সাতক্ষীরায় হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

১৯৭১ সালের আজকের এই দিনে সাতক্ষীরার দামাল ছেলেরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে শহরে প্রবেশ করেন। সেখানে উড়ানো হয় স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা। শত্রুর বুলেটের আঘাত সহ্য করেও সাতক্ষীরার বীর যোদ্ধারা ১৬টি সম্মুখযুদ্ধে অংশ নেন। এসব যুদ্ধে শহীদ হন ৩৩ জন বীর মুক্তিযোদ্ধা।

আলোচনা সভায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোশারফ হোসেন মশুসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতারা। আলোচনা সভা শেষে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আকরামুল ইসলাম/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।