স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:১২ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. বেলাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

মামলার বিররণে জানা যায়, ২০১০ সালে এনায়েতপুর থানার সাদিয়া চাঁদপুর গ্রামের মোছা. বিলকিছ খাতুনের সাথে বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের মো. বেল্লাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০১৪ সালের ১৪ মে কথা কাটাকাটির এক পর্যায়ে মধ্যরাতে স্ত্রী বিলকিছকে শ্বাসরোধ করে হত্যা করে বেল্লাল হোসেন।

এ ঘটনায় বিলকিছের ভাই মো. বেলাল হোসেন বাদি হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পরে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করে আসামীকে কারাগারে পাঠানো হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।