মহাসড়কের পাশে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০

হবিগঞ্জের বাহুবলে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করে করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে স্থানীয় কৃষক জমির উল্লাহ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর ব্রিজের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখতে পান মিরপুর থেকে বাহুবলগামী একটি সিএনজি অটোরিকশা থেকে কে বা কারা একটি বস্তা সড়কের পাশে ফেলে যাচ্ছে। এ সময় তিনি সামনে গিয়ে হালকাভাবে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি দেখতে পান। পরে আশপাশের লোকজন পলিথিন দিয়ে পেঁচানো বস্তাটির মুখ খুলে সদ্য ভূমিষ্ট নবজাতকের মরদেহ দেখতে পায়।

খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নবজাতকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এমন জঘন্য কাজে জড়িত সেটা বের করতে তদন্তে নেমেছে পুলিশ।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।