পৌর নির্বাচন : হত্যা মামলার আসামিকে মনোনয়ন না দেয়ার দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে হত্যা মামলার আসামি ও যুবলীগের বহিষ্কৃত নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন না দেয়ার দাবি জানিয়েছেন মনোনয়নপ্রত্যাশী অন্য চার প্রার্থী।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগ নেতা মনোনয়নপ্রত্যাশী সাথী মুক্তাদির কৃষাণ চৌধুরী।

অভিযোগ করেন তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের নিজের প্রভাব খাটিয়ে তার ভাতিজা যুবলীগের বহিষ্কৃত নেতা সাইফুল আলম রুবেলকে পৌর নির্বাচনে মনোনয়ন দেয়ার প্রক্রিয়া সাজিয়েছেন। অথচ রুবেল গত উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার জন্য তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া তিনি চাঞ্চল্যকর ব্যবসায়ী নেতা ও আওয়ামী লীগ নেতা আকল মিয়া হত্যা মামলার অন্যতম আসামি। এ মামলায় তিনি কারাভোগও করেছেন। এরপরও তাকে পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দিতে আবু তাহের উঠে পড়ে লেগেছেন।

মুক্তাদির কৃষাণ আরও বলেন, ‘এর পরও আবু তাহের অন্য মনোনয়নপ্রত্যাশীদের নানাভাবে ঘায়েল করে নিজের ভাতিজাকে মনোনয়ন দেয়ার কূটকৌশল শুরু করেছেন।’

তাকে দলীয় মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী নিহত আকল মিয়ার ছেলে নাজমুল ইসলাম বকুল, বজলুর রশীদ দুলাল ও অ্যাডভোকেট শহীদুল ইসলাম।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।