টাকা তুলতে গিয়ে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ল হাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১০ ডিসেম্বর ২০২০

সিরাজগঞ্জ সদর উপজেলার সীমান্ত বাজার এলাকায় টাকা তুলতে আসা সার্কাসের একটি হাতি মারা গেছে। খবর শুনে ভোর থেকেই সেটি দেখতে সেখানে ভিড় করছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী লোকজন।

নওগাঁ জেলা থেকে চিকিৎসা শেষে গত এক মাস ধরে টাকা তুলতে তুলতে গতকাল বুধবার সিরাজগঞ্জ পৌঁছায় হাতিটি।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সীমান্ত বাজার পেট্রোল পাম্পের পেছনে হাতিটি মারা যায়।

হাতিটির মাহুত সোহেল হোসেন জানান, দীর্ঘদিন নওগাঁ জেলায় হাতিটির চিকিৎসা শেষে ফেরার পথে উপজেলার সীমান্ত বাজারে এলে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। রাতে গুরুতর অসুস্থ হয়ে যায়। ভোর ৬টায় মারা যায়। হাতিটির বয়স ৮৫ বছর।

তিনি আরও বলেন, তার মালিকের আরও ৫টি হাতি রয়েছে। মৃত্যুর খবর পেয়ে মালিক রওনা দিয়েছেন। তিনি এলেই মারা যাওয়া হাতি নিয়ে সিদ্ধান্ত নেবেন।

হাতিটির বর্তমান মালিক সিলেটের আব্দুল জলিল সরকার। তার মোবাইলে ফোন দিলে রিসিভ করার পর কেটে দেন। বেশ কয়েকবার ফোন দিলেও আর ধরেননি।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, হাতির খবর শুনে আমি মাঝ রাত থেকেই তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। যখন যোগাযোগ করতে পারি তখন হাতিটি মারা গেছে।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর কবির জানান, ব্যক্তি মালিকানার হাতিটির চিকিৎসার অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।