পলাশবাড়ীর মেয়র হলেন আওয়ামী লীগের বিদ্রোহী বিপ্লব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১০ ডিসেম্বর ২০২০

গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বিজয়ী হয়েছেন।

নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ২৬২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আবু বক্কর প্রধান পেয়েছেন পাঁচ হাজার ৮৬৭ ভোট।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলা পরিষদ হলরুম থেকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোত্তালিব এ ফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নবগঠিত এ পৌরসভায় মোট ভোটার ছিল ৩১ হাজার ৬০২ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৩৪ এবং নারী ১৬ হাজার ২৬৮।

জাহিদ খন্দকার/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।