বেগমগঞ্জে জয়ী হলেন শাহনাজ বেগম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:০২ এএম, ১১ ডিসেম্বর ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী শাহনাজ বেগম জয়ী হয়েছেন। তিনি সদ্য প্রয়াত বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশার স্ত্রী।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম জানান, নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী শাহনাজ বেগম এক লাখ ৫৮ হাজার ৬৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন ২৩ হাজার ২৫৮ ভোট পেয়েছেন।

উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভা নিয়ে ১৪৬টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ২৩৪ জন। এ নিবার্চনে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

গত ২৭ সেপটেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক বাদশা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

মিজানুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।