জানালা দিয়ে ফেলে দেওয়া হলো নবজাতকের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:০২ পিএম, ১১ ডিসেম্বর ২০২০

নাটোর সদর হাসপাতালে জানালার কার্নিশ থেকে সদ্য এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে মৃতদেহটি সবার নজরে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় নবজাতকের মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

অভিযুক্ত দম্পতি হলো- নাটোর সদর উপজেলার নেওগুড়িয়া এলাকার আব্দুল্লাহ রাজ্জাকের ছেলে রাজিব এবং লালপুর উপজেলার আব্দুলপুরের বড়বাড়ী এলাকার আবু সুফিয়ানের মেয়ে সুইটি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গত পরশু (৯ ডিসেম্বর) সাধারণ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হন সুইটি।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতের কোনো এক সময় সুইটি হাসপাতালের মহিলা ওয়ার্ডের বাথরুমে বাচ্চা প্রসব করেন। পরে তিনি সদ্য জন্ম নেওয়া নবজাতকের মৃতদেহটি জানালা দিয়ে ফেলে দিলে দেহটি জানালার কার্নিশে আটকে যায়।

সকালে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়। তবে প্রসবের সময় নবজাতকটি জীবিত ছিল কি না তা এখনও জানা যায়নি। রাতে সুইটির স্বামী রাজিবও হাসপাতালে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাবাসাদে বাচ্চাটি নিজেদের বলে স্বীকার করেছেন ওই দম্পত্তি।

নাটোর সদর হাসপাতালের সহকারি পরিচালক আনছারুল ইসলাম হক জানান, নবজাতকের বিষয়টি অবহিত হওয়ার পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা জিজ্ঞাসাবাদ করছেন।

রেজাউল করিম রেজা/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।