ট্রলি পুকুরে পড়ে চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:৫৩ এএম, ১২ ডিসেম্বর ২০২০

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি পুকুরে পড়ে রুহুল আমিন (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাতটার দিকে মেহেরপুরের গাংনীর গজারিয়া হেমায়েতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রুহুল আমিন গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের মৃত ইশারত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল আমিন সকালে গাংনী থেকে ট্রলিটি নিয়ে গাংনী-হাটবোয়ালিয়া সড়ক দিয়ে হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গজারিয়া হেমায়েতপুর মসজিদের সামনের পুকুরে পড়ে যায় ট্রাক্টরটি। সেসময় রুহুল আমিন ট্রাক্টরের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।