দেয়াল ভেঙে ২৫ ভরি গয়না চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২০

সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে সেতু জুয়েলার্সে দেয়াল ভেঙে প্রায় ২৫ ভরি সোনার গয়না চুরির ঘটনা ঘটেছে।

ঘটনার পর দোকান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সেতু জুয়েলার্সের মালিক মো. বালুম আক্তারের ভাই গোলাম মোস্তফা জানান, শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তারা বাসায় যান। শনিবার (১২ ডিসেম্বর) ভোরে দোকানের পেছনের বাড়ির উঠান পরিষ্কার করার সময় দেয়াল ভাঙা দেখে স্থানীয়দের বিষয়টি জানান বাড়ির গৃহকর্মী। পরে সকাল ৭টার দিকে দোকান খুলে তারা চুরির বিষয়টি নিশ্চিত হন। সেখানে সিন্দুক ভেঙে প্রায় ২৫ ভরি সোনার গয়না চুরি হয়েছে বলে জানান।

jagonews24

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, চুরির ঘটনায় পাশের দোকানের আনোয়ার নামের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।