অসহায় পরিবারকে দেয়া সেই ইজিবাইকটি ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১২ ডিসেম্বর ২০২০

অসহায় পরিবারের সেই সাফিয়া-মারিয়ার বাবা আনিসুর রহমানকে উপহার দেয়া ইজিবাইকটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল ৪টার দিকে ইজিবাইকটি ছিনতাইয়ের পর মাইক্রোবাসযোগে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কুলিয়া আমবাগান এলাকায় তাকে অচেতন অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যায় তালা হাসপাতালে ভর্তি করে।

আনিসুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তার যমজ শিশুকে দুধ কেনা ও পরিবারটির সচ্ছলতা ফিরিয়ে আনতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মিলে ইজিবাইকটি উপহার দিয়েছিলেন। দুধের বদলে ময়দা গোলা পানি খায় দুই যমজ শিশু শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ অসংখ্য হৃদয়বান পরিবারটির পাশে দাঁড়ান।

jagonews24

কুলিয়া গ্রামের বাসিন্দা মোক্তার হোসেন জানান, একটি সাদা মাইক্রোবাস দ্রুতগতিতে এসে অচেতন একটি দেহ ফেলে দ্রুত নওয়াপাড়ার দিকে চলে যায়। আমরা ভেবেছি, তাকে মেরে ফেলেছে। এরপর স্থানীয় লোকজন ছুটে এসে দেখেন বেঁচে আছেন, তবে অচেতন। পরে তাকে তালা হাসপাতালে নেয়া হয়।

jagonews24

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, আনিসুর রহমান অচেতন অবস্থায় তালা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করছি, অন্য কোন স্থান থেকে ইজিবাইকটি ছিনতাইয়ের পর অচেতন অবস্থায় দেহটি মাইক্রোবাসযোগে কুলিয়া এলাকার রাস্তার পাশে ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। এটি বড় একটি চক্র বলে মনে হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

আকরামুল ইসলাম/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।