পাওনা টাকা চাওয়ায় জীবন গেল কিশোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মো. হুমায়ুন (২১) নামের এক যুবককে আটক করে। সে উপজেলার চর আলাউদ্দিন গ্রামের মো. মানিকের ছেলে।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত কিশোর ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শনিবার নিহতের বড় ভাই আকবর হোসেনের কাছ থেকে একটি মোটরসাইকেল ভাড়া নেন একই এলাকার আবু তাহেরের ছেলে সাইফুল ইসলাম (২৫)। বিকেলে মোটরসাইকেলটি দিয়ে গেলেও ভাড়ার টাকা দেননি সাইফুল।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে আকবরের ছোট ভাই নিজাম উদ্দিনের সঙ্গে স্থানীয় আলাউদ্দিন বাজারে সাইফুলের সঙ্গে দেখা হলে তার কাছে ভাড়ার টাকা চান নিজাম। সাইফুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে উপস্থিত লোকজন এসে তাদের শান্ত করে দুজনকে দুদিকে পাঠিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিন বাজারের পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন কালভার্টের কাছে নিয়ে গিয়ে নিজামকে পিটিয়ে হত্যা করে সাইফুল ও তার সহযোগী সাত-আট যুবক।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হুমায়ুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মিজানুর রহমান/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।