‘অমুক্তিযোদ্ধাদের লাফঝাপ দেখলে কষ্ট লাগে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০

মুক্তিযোদ্ধা না হয়েও জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত এবং সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করছেন পরকালের কথা চিন্তা করে সৃষ্টিকর্তার কাছে তাদের ক্ষমা চাইতে বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।

তিনি বলেন, স্বাধীন দেশে যখন দেখি অমুক্তিযোদ্ধাদের লাফঝাপ তখন মনে বড় কষ্ট লাগে।

রোববার (১৩ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক দুই মেয়র শহীদুর রহমান ও মোশারফ হোসেন মনি, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান ও সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

এর আগে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের মুক্তির মঞ্চের সামনে থেকে মুক্তিযোদ্ধা জনতার একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা-টাঙ্গাইল পুরাতন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মিলিত হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সবাই সমাবেশে অংশ নেন।

এস এম এরশাদ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।