নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিল বালুবোঝাই ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বালুবোঝাই ট্রাকচাপায় মো. সোহাগ (২২) নামের এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় নোয়াখালী-চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কের কালিকাপুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ বেগমগঞ্জ উপজেলার জিরতলী এলাকার মৃত সেলিমের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী-চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কের কালিকাপুর নামক স্থানে একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সোহাগকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল ট্রাকটি জব্দ করে। তারপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মিজানুর রহমান/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।