স্বতন্ত্র প্রার্থীকে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা থেকে বহিষ্কার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০

কুয়াকাটা পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হাওলাদারকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অজুহাতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কুয়াকাটা শাখার সভাপতি পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার পটুয়াখালী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়।

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা পটুয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট উজ্জল বোস ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে মো. আনোয়ার হাওলাদার বলেন, আমি বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার মহিপুর থানা শাখার সভাপতি। কেন আমাকে বহিষ্কার করছে তা আমার জানা নেই। আমি আওয়ামী লীগে যোগদান করলেও এখন পর্যন্ত সদস্যপদ দেওয়া হয়নি।

jagonews24

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক এম জাকির হোসাইন বলেন, বহিষ্কারের বিষয়টি আপনার নিকট থেকে প্রথম জানলাম। একটি সাংস্কৃতিক সংগঠনে দলীয় শৃঙ্খলাভঙ্গ কিভাবে হয় তা আমার জানা নেই। এটা জেলা কমিটি ভালো বলতে পারবেন।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার পটুয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট উজ্জল বোস বলেন, সংগঠনের নিয়ম অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে শিশু-কিশোর মেলার মহিপুর থানা শাখার এক সাংস্কৃতিক কর্মী বলেন, নির্বাচনের সময়ে এমন সিদ্ধান্ত নেয়া ঠিক হয় নি। এতে সংগঠনের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়।

কাজী সাঈদ/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।