মুক্তিযোদ্ধা আলতাফ আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:০২ এএম, ১৬ ডিসেম্বর ২০২০

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হানাদারমুক্ত পটুয়াখালীতে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার রাত পৌনে ১০টায় মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

আলতাফ হায়দার মৃত্যুকালে ছয় মেয়ে, দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

আলতাফ হায়দার ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পটুয়াখালী শহরকে পাক হানাদারমুক্ত করে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।