দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। যাদের জায়গা আছে ঘর নাই, কিংবা জায়গা জমি কিছুই নাই তাদেরকে শেখ হাসিনা সরকার ঘর নির্মাণ করে দিচ্ছে। শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে, বিনামূল্যে বই দিচ্ছে। অসুস্থ রোগীদের সহায়তা দিচ্ছে।

তিনি আরও বলেন, দেশকে সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী উদ্যোগ ও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই লক্ষ্য বাস্তবায়নে জননেত্রীর নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে সততা ও দক্ষতার সাথে কাজ করে যেতে হবে।

নেত্রকোনায় বিজয় দিবস উপলক্ষে জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ১২শ ৩৩ জন রোগীর এককালীন অর্থসহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক কাজি আবদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- পৌরমেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জেলা সমাজ অধিদফতরের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।

জেলা সমাজসেবা অধিদফতর সূত্রে জানা যায়, নেত্রকোনার দশ উপজেলার ২০২০-২১ অর্থবছরে আবেদনকৃত জেলা সদরের ১৩৬ জন, মোহনগঞ্জের দুইজন, বারহাট্টার ৬৪ জন, মদনের তিনজন, আটপাড়ার ১৮ জন, কলমাকান্দার ছয়জন, কেন্দুয়ার পাঁচজন, পূর্বধলার ২৭ জন, দুর্গাপুরের ১৭ জন, খালিজুরীর তিনজন ও পৌরসভা ইউসিডির ৫৬ জনসহ কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত মোট ৩৩৭ জন রোগীর প্রত্যেককে বিজয় দিবস উপলক্ষে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।

এইচ এম কামাল/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।