বিয়ের প্রলোভনে চাচাতো বোনকে ধর্ষণ, যুবক গ্রেফতার
পটুয়াখালীর গলাচিপায় বিয়ের প্রলোভনে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে মো. বশির মীর নামের এক যুবককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী বাদী হয়ে গলাচিপা থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, বশির মীর ও ভুক্তভোগী নারী সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন এবং তারা পাশাপাশি ঘরে বসবাস করছিলেন। এই সুযোগে বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় একাধিকবার ভুক্তভোগীকে ধর্ষণ করেন বশির।
ভুক্তভোগী জানান, বশিরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সে সূত্রে বিয়ের আশ্বাসে বিভিন্ন সময় ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারিনি।
তিনি আরও জানান, গত ১০ অক্টোবর রাত ৯টায় বশিরের ঘরে পাওনা টাকা আনতে গেলে সে আবারও ধর্ষণ করে। পরে বিষয়টি নিয়ে বশিরের পরিবারকে জানালেও কোনো লাভ হয়নি।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসএমএম/জেআইএম