গাংনীতে আ.লীগের প্রার্থী আহম্মেদ আলী ও বিএনপির বাবলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাবেক মেয়র আহম্মেদ আলী ও বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আছাদুজ্জামান বাবলুর নাম ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগের নেতা আহম্মেদ আলী দলের লড়াকু সৈনিক হিসেবে নেতাকর্মীদের কাছে পরিচিত। ২০১৫ সালের পৌরনির্বাচনেও নৌকা প্রতীক পান তিনি। নানা সমীকরণ ও নাটকীয় পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলামের কাছে পরাজিত হন তিনি। তাই পরাজয়ের বিষয়টি মাথায় রেখেই ঐক্যবদ্ধ থেকে ভোটের মাঠে জয় ছিনিয়ে আনার আশা দলের নেতাকর্মীদের।

অপরদিকে আসাদুজ্জামান বাবলু গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। একসময় সাহারবাটি ইউপির জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন তিনি। ২০১৫ সালের গাংনী পৌর নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েও বিদ্রোহ করেননি। জনপ্রিয় ও নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান দলটির কেন্দ্রীয় এক নেতা। তার মাধ্যমে গাংনী পৌরসভায় ধানের শীষের বিজয় আশা করছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আগামী রোববার (২০ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।

আসিফ ইকবাল/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।