শরীরে আঘাতের চিহ্ন নেই, হত্যার অভিযোগ পরিবারের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২০

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থেকে নাহিদা (১৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী রাসেল (২৪) ও দেবর রাজুকে (২০) আটক করেছে পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

jagonews24

মেয়ের মা নারগিস বেগম বলেন, দীর্ঘদিন ধরেই তার মেয়ের ওপর অত্যাচার করে আসছিল স্বামী ও দেবর। আত্মহত্যা করার মতো কোনো পরিস্থিতি ছিল না। অত্যাচার করেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, গভীর রাতের কোনো একসময় শ্বশুরবাড়ি থেকে আহত অবস্থায় নাহিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

jagonews24

প্রাথমিক তদন্তে জানা গেছে, গলায় ফাঁস দিয়ে মারা গেছেন নাহিদা। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। নাহিদার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অত্যাচার করে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ।

ভবতোষ চৌধুরী নুপুর/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।