টাঙ্গাইলের সেরা এসিল্যান্ড মির্জাপুরের জুবায়ের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ২৩ ডিসেম্বর ২০২০

টাঙ্গাইল জেলার সেরা এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

জেলার রাজস্ব প্রশাসনের কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জুবায়ের হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রশাসন সচিব জুবায়ের হোসেনের হাতে রাজস্ব পদক তুলে দিবেন বলে জানা যায়।

এদিকে টাঙ্গাইল জেলার সেরা এসিল্যান্ড নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, মির্জাপুর উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক ও মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান।

উল্লেখ্য, জুবায়ের হোসেন গত ১৯ ফেব্রুয়ারি মির্জাপুরে এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর করা এই কর্মকর্তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়।

যোগদানের পর থেকে তিনি নিজ দফতরে স্বচ্ছতার সঙ্গে ভূমি সেবা দেয়ার পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ, করোনাকালে মানুষকে সচেতন করা, সরকারি সম্পত্তি রক্ষা, বনের ভেতর গড়ে উঠা কয়লা তৈরির চুল্লি ভেঙে দেয়াসহ একের পর এক কাজ করে মির্জাপুরের সর্বমহলে প্রশংসিত হয়েছেন।

এরশাদ/এমআরএম/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।