মুন্সীগঞ্জে জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৪:০৫ এএম, ২৩ ডিসেম্বর ২০২০

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্বশিলমন্দি গ্রামের জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম রুবির সঞ্চালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মো. নাজমুল শোয়েবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস. এম. শফিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়।

এছাড়া আরও বক্তব্য দেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূইয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইউনুস ফারুকী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, পৌর মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার ও আশরাফুল আলম লিটন।

ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।