মুন্সীগঞ্জে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৪:৪০ এএম, ২৩ ডিসেম্বর ২০২০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে মাছের ছোপ দেয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার ওরিপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ জেলে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পার্শ্ববর্তী অঞ্চল কুমিল্লা জেলার মেঘনা থানার ওরিপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী টুক্কু ও আনারের নেতৃত্বে ট্রলার-যোগে প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালায়।

এ সময় আব্দুল্লাহপুর গ্রামের ফজলুর রহমান (৫৫), বজলুর রহমান (৫২), আক্তার, ফয়সাল, নাজমুল, নাহিম ও জয়সহ ১০ জন গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে টেটাবিদ্ধ ফজলুর রহমান ও বজলুর রহমান নামের দুই সহোদরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে প্রেরণ করেন।

বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে ছোপ দেয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী থানার ওরিপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিকেলে আব্দুল্লাহপুর গ্রামে প্রবেশ করে এবং জেলেদের ওপর হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় অনেকেই গুরুতর আহত হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়েছি। মেঘনা নদীতে মাছ ধরার ছোপ নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভবতোষ চৌধুরী নুপুর/এমআরএম/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।