সারিয়াকান্দি পৌর নির্বাচনে আ.লীগের মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৩ ডিসেম্বর ২০২০

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মতিউর রহমান মতির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহাবুব আলম শাহ।

তিনি জানান, পৌরসভা আইন ২০০৯ এর ১৯ (১) এর (ঙ) ধারা অনুযায়ী মতিউর রহমান মতির মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচনে মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়ন বাতিল করা হয়।

জানা গেছে, মতিউর রহমান সারিয়াকান্দি পৌরসভায় ঠিকাদানকারী পদে কর্মরত ছিলেন। কিন্তু তিনি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদত্যাগ পত্র জমা না দেয়ায় তা গৃহীত হয়নি।

এছাড়াও সারিয়াকান্দি পৌরসভার হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলম এবং ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিউর রহমান মতি চাকরি বিধি অনুযায়ী যথাযথভাবে পদত্যাগ না করার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রার্থী মতিউর রহমান মতি বলেন, ৫ মাস আগে ২০২০ সালের ৩০ জুলাই আমি চাকরি থেকে পদত্যাগ করেছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ বিষয়ে আপিল করবো। আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করব।

সারিয়াকান্দি পৌরসভায় মেয়রপদে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন বেবি, বর্তমান মেয়র সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমন, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ ফারাজী ও স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আলী আজগর।

শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিয়াকত আলী বাবলু নামের এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

বগুড়া/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।