ডাকাতের কবল থেকে বাঁচতে দৌড় দিয়েও শেষ রক্ষা হলো না চালকের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ডাকাতের কবল থেকে বাঁচার চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারলেন না ট্রাক চালক মজিবুর রহমান (৫০)।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মহাসড়কের পোস্টকামুরী এলাকার ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ডাকাতের কবল থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় ব্রিজের থেকে নিচে পড়ে মারা যান তিনি। মজিবুর ঢাকার সাভার উপজেলার বলিয়ারপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

এ ঘটনায় ট্রাকের হেলপার হাসানকে (২০) আটক করেছে পুলিশ। আটক হাসান রংপুরের মিঠাপুকুর উপজেলার বধরুককালাই গ্রামের সাকী মিয়ার ছেলে।

জিজ্ঞাসাবাদে হেলপার হাসান জানায়, মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে দিনাজপুরের মধ্যপাড়া থেকে পাথর ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৫২৫) নিয়ে ঢাকায় রওনা হন। রাত ৩টার দিকে ট্রাকটি মির্জাপুরের পোস্টকামুরী চড়পাড়া এলাকায় পৌঁছে। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে ধীরগতি থাকায় ট্রাকটিও খুবই আস্তে চলছিল। পোস্টকামুরী ব্রিজের কাছে পৌঁছালে তারা অস্ত্রধারী কয়েকজন ডাকাতের কবলে পড়ে। ডাকাতদলের সদস্যরা অস্ত্র তাক করে তাদের কাছে থাকা মালামাল লুটে নেয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতরা তাদের মারপিট করে। পরে তারা দৌড়ে পালিয়ে যান। সকালে সেতুর পাশে প্রায় ৪০ ফুট গভীর দূরত্ব থেকে পুলিশ মজিবরের লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে লাশের পাশে হাসানকে কাঁদতে দেখে। পরে তার মরদেহ উদ্ধার ও হেলপার হাসানকে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এস এম এরশাদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।