হাসপাতাল থেকে সন্তান চুরি, পাগলপ্রায় মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:০০ এএম, ২৪ ডিসেম্বর ২০২০

নাটোরের গুরুদাসপুর হাসপাতাল থেকে কৌশলে দুই মাসের একটি শিশু চুরি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

চুরি যাওয়া শিশু তাইবা মশিন্দা মাঝপাড়া গ্রামের মো. তফিজ উদ্দিনের মেয়ে।

মফিজ উদ্দিনের স্ত্রী সিমা খাতুন জানান, বুধবার (২৩ ডিসেম্বর) সকালে তিনি তার দুই মাসের শিশু তাইবাকে নিয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে ও নিজের চিকিৎসার জন্য যান।

বহির্বিভাগে লাইনে অনেক ভিড় থাকায় পাশে থাকা অজ্ঞাত বোরকা পরিহিত এক নারী সিমা খাতুনকে বলেন ‘আপা আপনার বাচ্চা আমার কোলে দেন, আপনি ডাক্তার দেখিয়ে আসেন।’

সিমা খাতুন সরল বিশ্বাসে শিশু তাইবাকে অজ্ঞাতনামা ওই নারীর কোলে দিয়ে ডাক্তার দেখানোর জন্য যান। কিছু সময় পর সিমা খাতুন ডাক্তার না দেখিয়ে ফিরে এসে দেখেন ওই নারী শিশু তাইবাসহ উধাও। খোঁজাখুঁজি করেও সন্তান না পেয়ে এখন পাগলপ্রায় মা সিমা খাতুন।

বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ গুরুদাসপুর থানা পুলিশকে অবহিত করে।

নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, গুরুদাসপুর থানা পুলিশকে সিসিটিভির ভিডিও ফুটেজ সরবরাহ করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সকল চেকপোস্টকে এলার্ট করা হয়েছে। এছাড়া পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধার ও দোষী নারীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রেজাউল করিম রেজা/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।