আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল, নৌকার ভোট টানতে মরিয়া বিদ্রোহীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ অবস্থায় নৌকার ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্য দলের দুই বিদ্রোহী প্রার্থী মরিয়া হয়ে উঠেছেন। সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আলমগীর শাহী সুমন এবং সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী ভোটারদের মাঝে দৌড়ঝাপ করছেন।

আলমগীর শাহী সুমন মেয়র পদে এখনও বহাল থাকায় কিছুটা বাড়তি সুবিধা পাওয়ার চেষ্টা করছেন।

তবে মনোনয়ন বাতিল হওয়ার পরেও দলের বিদ্রোহী দুই প্রার্থীর তৎপরতা আমলে নিচ্ছেন না আওয়ামী লীগের প্রার্থী মতিউর রহমান মতি। প্রার্থিতা ফিরে পেতে তিনি আপিল করেছেন।

১৯৯৯ সালে সারিয়াকান্দি পৌরসভা গঠন করা হয়। ২০০০ সালে প্রথম নির্বাচনে আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ সরদার চেয়ারম্যান পদে বিজয়ী হন। এরপর ২০১১ সালের নির্বাচনে বিএনপি নেতা টিপু সুলতান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন বিজয়ী হলে মেয়র পদটি আবারও আওয়ামী লীগের দখলে যায়।

২২ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে মতিউর রহমান মতির প্রার্থিতা বাতিল করা হয। কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা ও জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানিয়েছেন, মতিউর রতমান মতি সারিয়াকান্দি পৌরসভার কর্মচারী ছিলেন। তিনি চলতি বছরের জুলাই মাসে অব্যাহতি নিলেও মন্ত্রণালয়ে তা গৃহিত হয়নি। সে কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়ে মতিউর রহমান মতি বলেন, ‘আমার প্রার্থিতা অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। আমি আপিলের প্রস্তুতি নিয়েছি। আশা করি ন্যায় বিচার পাব।’

আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থীর একজন বর্তমান মেয়র আলমগীর শাহী সুমন বলেন, ‘সারিয়াকান্দি পৌরসভার নাগরিকরা আমাকে আবারও মেয়র হিসেবে দেখতে চান। তাদের ইচ্ছার প্রতি সম্মান জানাতেই আমি নির্বাচনের মাঠে আছি এবং থাকবো।’

অপর বিদ্রোহী প্রার্থী আব্দুর রশিদ ফারাজী জানিয়েছেন, দীর্ঘদিন তিনি দলের জন্য অনেক কাজ করেছেন। কিন্তু কখনোই জনগণের সেবা করার সুযোগ হয়নি। তাই জনগণের সেবা করার ইচ্ছা থেকেই প্রার্থী হয়েছেন।

এসআর/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।