প্রকল্পে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এক অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নত জাতি হিসেবে মর্যাদা পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছেন। গ্রামে গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য গুচ্ছগ্রাম করে দিয়েছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘আমি বলে দিতে চাই, সরকারের টাকায় গরীব মানুষের কল্যাণে যেসব প্রকল্প হাতে নেয়া হয়েছে, সেসব প্রকল্পে যদি কেউ কোনো অনিয়ম বা দুর্নীতি করে তাহলে সে যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। প্রকল্পে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও অগ্রগতি পরিদর্শন করে উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছদরুল ইসলামের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ প্রমুখ।
জনসভার আগে পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুঙ্গিয়ারগাঁও গ্রামে ২৫টি পরিবারকে এক লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে দুই শতাংশ জায়গাসহ পাকাগৃহ নির্মাণ করে দেওয়ার প্রকল্প গুচ্ছ গ্রামের অগ্রগতি পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।
পরে তিনি কুশিয়ারা নদীর ওপর ১২৬ কোটি টাকা ব্যায়ে ৭০২ মিটার দীর্ঘ রানীগঞ্জ সেতুর কাজ পরিদর্শন করেন। এছাড়াও তিনি রানীগঞ্জ থেকে অনন্ত গোলাম আলীপুর পর্যন্ত ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যায়ে নির্মিত সড়কের উদ্বোধন করেন।
উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম প্রমুখ।
লিপসন আহমেদ/এমএইচআর/জেআইএম