সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০, আটক ১৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১০:৩৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে উভয়পক্ষের ১৯ জনকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আরজু খান ও ফিরোজ খানের লোকজনের মধ্যে গোলাগুলিসহ একাধিকবার সংঘর্ষের ঘটনায় মামলা মোকদ্দমা রয়েছে। এরই জের ধরে শুক্রবার দুপুরে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজিয়া মানানুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার বিষয় নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় জড়িত ১৯ জনকে আটক করেছে পুলিশ।

লিপসন আহমেদ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।