মুজিব বর্ষের উপহার পেল সুনামগঞ্জের দুই শতাধিক বাউল শিল্পী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০

বিজয়ের মাসে সুনামগঞ্জের দুই শতাধিক বাউল শিল্পীর মাঝে মুজিব বর্ষের উপহার হিসেবে লাল-সবুজ রঙের ছাতা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ছাতাগুলো বাউল শিল্পীদের হাতে তুলে দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারী কমিশনার (আইসিটি) মো.রিফাতুল হক, জেলা কালচারাল অফিসার মঞ্জুরুল হক চৌধুরী পাবেল প্রমুখ।

ছাতা বিতরণের শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘মুজিব বর্ষের উপহার হিসেবে আমরা সুনামগঞ্জের ১১টি উপজেলার সব বাউলের কাছে উপহার পৌঁছে দেবে জেলা প্রশাসন। আর যে কোন সমস্যায় আপনার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সমাধান করে দেব।’

লিপসন আহমেদ/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।