বাউফল প্রেস ক্লাবের সভাপতি বাচ্চু সম্পাদক ডিউক
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের ২০২১-২২ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বিপুল ভোটে দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা মো. কামরুজ্জামান বাচ্চু সভাপতি ও মাইটিভির বাউফল প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন-সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ (দ্য ডেইলি নিউ ন্যাশন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (দৈনিক মানবকণ্ঠ), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন (দৈনিক গণদাবি), দফতর সম্পাদক মোসা. কহিনুর বেগম (অপরাধ অনুসন্ধান), প্রচার ও প্রচারণা সম্পাদক মুনিরুজ্জামান হিরন (সকালের সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাঈনউদ্দি জিপু, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক কালবেলা)।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- জলিলুর রহমান, আশিকুল ইসলাম, জহিরুল ইসলাম, এবিএম মিজানুর রহমান। নির্বাচনে মোট ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন ফলাফল ঘোষণা করেন।
মহিব্বুল্লাহ চৌধুরী/এসআর/জেআইএম