৩ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০

শেরপুরের নকলায় তিন কেজি গাঁজাসহ সুজন মিয়া (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার পাঁচকাহনিয়া টেকনিক্যাল বিএম কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন শেরপুরের নকলার মৃত গোলাপ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে পাঁচকাহনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে হাতেনাতে আটক করে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সুজন মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ইমরান হাসান রাব্বী/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।