সীমান্ত থেকে ভারতীয় চালের চালান আটক করল বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০

সুনামগঞ্জে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ২১০০ কেজি ভারতীয় আতপ চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জব্দকৃত চাল সুনামগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়েছে।

বিজিবি জানায়, ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে সমঝোতা করে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের এপারের একটি চক্র বিপুল পরিমাণ ভারতীয় চাল অভিনব কায়দায় বস্তা বদল করে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে নিয়ে আসছে—এমন খবর ছিল বিজিবির কাছে। খবর পেয়ে বালিয়াঘাট বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) টহল দল লালঘাট এলাকা থেকে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে ওই চালানটি আটক করে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় আতপ চাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত চাল সুনামগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়।

লিপসন আহমেদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।