মির্জাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় জরিমানা
টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় এক মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার রাতে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন এই জরিমানা করেন।
জানা গেছে, শনিবার মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইল বাড়ি গ্রামের স্কুলপড়ুয়া মেয়ের বিয়ে দেয়ার আনুষ্ঠানিকতা চলছিল। এ উপলক্ষে বিয়ে বাড়িতে বরযাত্রী ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে খাওয়া-দাওয়াও চলছিল।
সন্ধ্যায় খবর পেয়ে রাত ৭টায় উপজেলা সহকারী কমিশনার জোবায়ের হোসেন ওই বিয়ে বাড়িতে অভিযান পরিচালনা করেন। বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এছাড়া মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন মেয়ের বাবা। এ সময় মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার জোবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস এম এরশাদ/এমএসএইচ