যেকোনো সময় গ্রেফতার হতে পারেন সেই বাসের চালক-হেলপার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতারে বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

রোববার সকালে দিরাই উপজেলার মজলিশপুরে ভিকটিমের পরিবারের সঙ্গে দেখা করেন সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও সুনামগঞ্জ জেল প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

ভিকটিমের পরিবারের সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের পুলিশ সুপার বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে বিশেষভাবে কাজ করছে। ফলে যেকোনো সময় আসামিরা গ্রেফতার হবে।

গত শনিবার বিকেলে সিলেটের লামাকাজী এলাকা থেকে সিলেট থেকে ছেড়ে আসা ফাহাদ অ্যান্ড মাইশা পরিহনের জ- ১১-০৭২৩ নম্বরের একটি মিনিবাসে রওনা হন ওই কলেজছাত্রী। দিরাইয়ে আসার পথে সুজানগর এলাকায় বাসের চালক ও হেলপারের ধর্ষণ থেকে বাঁচতে বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লিপসন আহমেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।