নির্বাচনী তথ্য আর পাস কার্ড না দিতে ‘ঘুমের’ অযুহাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০

দিরাই উপজেলা নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনের আগের দিন তথ্য দেননি সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কতজন পুলিশ, আনাসার, র্যাব এবং কতজন প্রিজাইডিং অফিসার মোতায়েন করা হয়েছে জানতে চাইলে উনি বলেন ঘুম আসছে। আগে ঘুমাব, পরে তথ্য দেব। এমনকি সাংবাদিকদের পাস কার্ড দিতেও তিনি একই কথা বলেনি। এছাড়া মাঠ পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে তিনি খারাপ আচরণ এবং পাস কার্ড না দিয়েই অফিস ত্যাগ করেন।

উল্লেখ্য, সোমবার (২৮ ডিসেম্বর) দিরাই পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে আট, কাউন্সিলর পদে ৩৯, সংরক্ষিত নারী আসনে ১৩ জন লড়ছেন।

এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৩৭৯। তাদের মধ্যে পুরুষ ১০ হাজার ৫৫২ এবং ১০ হাজার ৮২৭ নারী ভোটার।

লিপসন আহমেদ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।