উৎসবের আমেজে ভোট দিচ্ছেন নারী ভোটাররা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৮ ডিসেম্বর ২০২০

সুনামগঞ্জের দিরাই পৌরসভায় সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে নারী ভোটারের সংখ্যা চোখে পড়ার মতো।

সকাল ১০ টার দিকে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভোটকেন্দ্র গিয়ে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ লাইন। সবার মাঝে বেশ উৎসবের আমেজ বিরাজ করছে।

কয়েকজন নারী ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ইভিএমের মাধ্যমে এই প্রথম তারা ভোট দেবেন। এ যেন এক নতুন অভিজ্ঞতা। এছাড়া পরিবার এবং সংসারের কাজসহ বিভিন্ন কারণে সচরাচর বাইরে বের হওয়া পড়ে না। তাই পরিচিতজনদের সঙ্গে সাক্ষাত হওয়ার এই এক সুযোগ।

নারী ভোটার আয়েশা বেগম জাগো নিউজকে বলেন, টিভি খুললেই দেখতাম খবরে দেখাচ্ছে ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে। ছেলে মেয়েদের জিজ্ঞেস করতাম ইভিএম কী, তখন তারা আমাকে বুজিয়ে বলত। আজ সেই ইভিএমের মাধ্যমে ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে।

jagonews24

নারী ভোটার শামসুন নাহার বলেন, সংসার আর সন্তানদের রেখে বাসা থেকে বের হওয়া সম্ভব হয় না। আজকে ভোট দিতে এসে ছোট বেলার অনেক প্রিয় বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে, সত্যি খুব ভালো লাগছে।

আরেক নারী ভোটার সুলতানা খানম বলেন, দুটি কারণে ভোট দিতে এসেছি। প্রথমত ইভিএমে জীবনের প্রথম ভোট দিলাম আর দ্বিতীয়ত পরিচিতজনদের সঙ্গে দেখা হওয়া কথা। সব সময় তো আর সবাই এক সঙ্গে হওয়া সম্ভব না।

উল্লেখ্য দিরাই পৌরসভার ২১ হাজার ৩৭৯ জন ভোটার ইভিএমের মাধ্যমে ভোট দেবেন।

লিপসন আহমেদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।