টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন।

সোমবার (২৮ ডি‌সেম্বর) বেলা ১১টার দি‌কে ভুঞাপুর-টাঙ্গাইল সড়‌কের সিঙ্গু‌রিয়া ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- ভুঞাপুর উপ‌জেলার কাগমারীপাড়া গ্রা‌মের ইউসু‌ফের ছে‌লে মো. র‌শিদ (১৫), একই গ্রা‌মের লাল মিয়ার ছে‌লে মুন্না (২০) ও সৌরভ (১৫)।

ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হো‌সেন ব‌লেন, ফ্রেশ কোম্পানির এক‌টি ট্রা‌ক ভুঞাপুর-টাঙ্গাইল সড়‌কের সিঙ্গু‌রিয়া ব্রিজের ওপর আস‌লে বিপরীত থে‌কে আসা এক‌টি ‌মোটরসাইকে‌লের সঙ্গে এর ধাক্কা লাগে। এতে চাপা পড়ে ঘটনাস্থ‌লেই দুইজ‌নের মৃত‌্যু হয়। প‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আরও একজ‌নের মৃত‌্যু হয়।

ভুঞাপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অফিসার ডা. রা‌জিব চৌধুরী পাল ব‌লেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় আহত অবস্থায় দুইজন‌কে হাসপাতা‌লে আনা হয়। এরম‌ধ্যে র‌শিদ না‌মের এক যুবককে হাসপাতা‌লে আনার আগেই মারা যান। অপরজন‌কে উন্নত চিকিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নোর পর তিনিও মারা যান।

আরিফ উর রহমান টগর/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।