দ্বিতীয়বারের মতো খোকসার মেয়র হলেন তারিকুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র পদে দ্বিতীয়বার নির্বাচিত হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম।

পৌর এলাকার ৯টি কেন্দ্র থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তারিকুল ইসলাম ৯৩২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীর্ষের প্রার্থী নাফিজ আহমেদ ১৫৮৩ ভোট পেয়েছেন।

অন্যদিকে সাধারণ কাউন্সিলর পদে ভোটের ব্যবধানে এগিয়ে আছেন মনিরুজ্জামান টিপু, মহব্বত আলী ফকর, আব্দুল হামিদ, আবুল হোসেন তরুন, সেলিম হুসাইন, ইমরান হোসেন, হাসেম আলী, ইউনুস আলী ও মেহেদী হাসান বিশ্বাস।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে উৎসবমুখর পরিবেশে খোকসা পৌরসভার চতুর্থ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটের শুরু থেকে কেন্দ্রগুলোতে দীর্ঘলাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন ভোটাররা। তবে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় ছিল। তাই নির্ধারিত সময়ের পরেও ভোটগ্রহণ চলে।

এইবারেই প্রথম জেলায় ইভিএম ভোট হয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছয়টি ভোটকেন্দ্রসহ গোটা পৌর এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করেছে র‌্যাব, বিজিবি, পুলিশ ও সরকারের অন্যান্য নিরাপত্তাবাহিনীর কর্মীরা।

সকালে বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ রাজুর সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, স্বাভাবিক ভোট হচ্ছে। ফলাফল ঘোষণার পরে তিনি জানান, যান্ত্রিক কারচুপি হয়েছে।

আল মামুন সাগর/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।