দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০

দিরাই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশ্বজিৎ রায় মেয়র পদে জয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৫৩ ভোট বেশি পেয়েছেন।

বিশ্বজিৎ রায় নৌকা প্রতীকে পেয়েছেন ৫৯১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান পৌর মেয়র মোশারফ মিয়া জগ প্রতীকে ৫৭৫৭ ভোট পেয়েছেন।

বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী পেয়েছেন ১৯৬০ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার রাত ৮টা ৩৪ মিনিটে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

লিপসন আহমেদ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।